| |
               

মূল পাতা আন্তর্জাতিক আমেরিকা যুদ্ধে যোগ দিলে নরক নেমে আসবে: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী


আমেরিকা যুদ্ধে যোগ দিলে নরক নেমে আসবে: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক     20 June, 2025     12:17 PM    


 ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি হামলায় আমেরিকা যদি যোগ দেয়, তবে সমগ্র অঞ্চলে নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে।

সাঈদ খতিবজাদে বলেন, এটা আমেরিকার যুদ্ধ নয়।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান, তাহলে তিনি ইতিহাসে চিরকাল এমন একজন প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন, যিনি এমন এক যুদ্ধে পা রেখেছিলেন, যা তাঁর যুদ্ধ নয়।

আমেরিকার সম্পৃক্ততা এই সংঘাতকে একটি জটিল ফাঁদে পরিণত করবে বলে মন্তব্য করেন সাঈদ খতিবজাদে। এ প্রসঙ্গে তিনি বলেন, এতে আগ্রাসন চলতে থাকবে। নৃশংস নির্যাতনের অবসান আরও বিলম্বিত হবে।